অঞ্জন গাছের উপকারিতা

প্রচলিত নাম : অঞ্জন

ইংরেজি নাম : Delek air tree, Iron Wood Tree

গোত্র : Memecylon umbellatum

পরিচিতি

অঞ্জন একটি খর্বাকৃতির মধ্যম আকারের বৃক্ষ। পাতা আয়তাকার। এটি ৮-১৪ মিটার পর্যন্ত লম্বা হতে পারে। ফুল ক্ষুদ্রাকার ও সাদা রঙের। এটিতে বছরে একবার বা দুবার চমৎকার নীল রঙের ফুল ফোটে। এর পাতায় আছে এক ধরনের হলুদ রঙের গ্লুকোসাইড, রঞ্জক পদার্থ, রজন, স্টার্চ, ম্যালিক এসিড, গঁদ ও সিলিকাযুক্ত অজৈব পদার্থ।

Untitled 333333 copy

অঞ্জন গাছের উপকারিতা

সংকোচন, শীতলকারক, শ্বেতপ্রদর, গনরিয়া, কাটা-ছেঁড়া ও ঋতুস্রাবে উপকারী।

ব্যবহার

এর পাতা গনরিয়া চিকিৎসায় ব্যবহৃত হয়ে থাকে। কাঁটা-ছেঁড়ায় পাতা ও বাকলের পেস্ট ব্যবহার করলে উপকার পাওয়া যায়। যাদের অতিরিক্ত ঋতুস্রাব হয় তাকের এর মূলের ক্বাথ খেলে উপকার পাওয়া যায়। এছাড়াও আয়ুর্বেদীয় অন্যান্য চিকিৎসায় এর ব্যবহার পরিলক্ষিত হয়।

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *