প্রচলিত নাম : অঞ্জন
ইংরেজি নাম : Delek air tree, Iron Wood Tree
গোত্র : Memecylon umbellatum
পরিচিতি
অঞ্জন একটি খর্বাকৃতির মধ্যম আকারের বৃক্ষ। পাতা আয়তাকার। এটি ৮-১৪ মিটার পর্যন্ত লম্বা হতে পারে। ফুল ক্ষুদ্রাকার ও সাদা রঙের। এটিতে বছরে একবার বা দুবার চমৎকার নীল রঙের ফুল ফোটে। এর পাতায় আছে এক ধরনের হলুদ রঙের গ্লুকোসাইড, রঞ্জক পদার্থ, রজন, স্টার্চ, ম্যালিক এসিড, গঁদ ও সিলিকাযুক্ত অজৈব পদার্থ।

অঞ্জন গাছের উপকারিতা
সংকোচন, শীতলকারক, শ্বেতপ্রদর, গনরিয়া, কাটা-ছেঁড়া ও ঋতুস্রাবে উপকারী।
ব্যবহার
এর পাতা গনরিয়া চিকিৎসায় ব্যবহৃত হয়ে থাকে। কাঁটা-ছেঁড়ায় পাতা ও বাকলের পেস্ট ব্যবহার করলে উপকার পাওয়া যায়। যাদের অতিরিক্ত ঋতুস্রাব হয় তাকের এর মূলের ক্বাথ খেলে উপকার পাওয়া যায়। এছাড়াও আয়ুর্বেদীয় অন্যান্য চিকিৎসায় এর ব্যবহার পরিলক্ষিত হয়।