ই পার্সপোর্ট আবেদনপত্র এখন থেকে অনলাইনে পূরণ করা যাবে। অথবা পিডিএফে ফরমেটে ডাউনলোড করেও ফরম পূরণ করা যাবে।
নতুন ই-পার্সপোর্ট করতে হলে কিছু কাগজ নিজ জেলা পাসপোর্ট অফিসে জমা দিতে হবে।
প্রয়োজনীয়কাগজপত্র:
১। আবেদনপত্রের প্রিন্ট কপি ।
২। এপয়েন্টমেন্ট শিডিউলের প্রিন্ট কপি ।
৩। পেমেন্ট স্লিপ কপি ।
৪। মূল জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন সনদ এবং তার ফটোকপি
(২০ বছর বয়স থেকে জাতীয় পরিচয়পত্র বাধ্যতামুলক)।
৫। পূর্ববর্তী পাসপোর্ট এবং পাসপোর্ট এর ডাটা পেইজ এর ফটোকপি (যদি থাকে) ।
৬। শুধুমাত্র বর্তমান ঠিকানা পরিবর্তন করা যাবে (এক্ষেত্রে প্রয়োজনীয় কাগজ আনতে হবে), অন্য কোন তথ্য পরিবর্তন করা যাবে না।
ই-পার্সপোর্ট আবেদন করতে হলে যা যা জানা প্রয়োজন-
১. এনআইডি অথবা স্মার্ট কার্ডের ফটোকপি এবং মূল পরিচয়পত্রের মূল কপি পার্সপোর্ট অফিসের কর্মকর্তাকে দেখাতে হবে।
২. ১৮ বছরের কমবয়সীদের জন্য জন্ম-নিবন্ধন সার্টিফিকেট, বাবা-মায়ের ছবি ও এনআইডি’র কপি জমা দিতে হবে।
৩. সরকারি চাকরিজীবীদের অনাপত্তিপত্র-এনওসি এবং অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে অবসরের প্রমাণপত্র হিসেবে পেনশন দলিল দেখানোর কথা বলা হয়েছে।
৪. এছাড়া প্রযোজ্য ক্ষেত্রে বিবাহ সনদ/নিকাহনামা এবং বিচ্ছেদের ক্ষেত্রে তালাকনামা দাখিল করতে হবে।
৫. পাসপোর্ট হারিয়ে গেলে অথবা চুরি হলে দ্রুত নিকস্থ থানায় জানাতে হবে। নতুন পাসপোর্টের ক্ষেত্রে পুরাতন পাসপোর্টের ফটোকপি, জিডি কপিসহ আবেদনে দাখিল করতে হবে।