প্রচলিত নাম: অনন্তমূল
ইংরেজি নাম: Indian sarsaparilla
গোত্র: Asclepiadaceae
বৈজ্ঞানিক নাম: Hemidesmus indicus (L.) R. Br.

অনন্তমূল পরিচিতি
এটি একটি লতা জাতীয় উদ্ভিদ। এর মূল সরু ও বহু দূর বিস্তৃত বলেই একে অনন্তমূল বলা হয়ে থাকে। এর পাতা সরু, লম্বা এবং গাঢ় সবুজ রঙের। এটিকে শারিব, শারিক বা ওশবাও বলা হয়। অনন্তমূল দুই প্রকার। যথা- ১. শুক্ল শারিবা ও ২. কৃষ্ণ শারিবা। উভয় গাছের মূল মাটির নিচে বহু দূর পর্যন্ত বিস্তৃত থাকে।
কৃষ্ণ শারিবা জাম পাতার মতো; কিন্তু এটি সুগন্ধযুক্ত হয়ে থাকে। শুরু বর্ণের শারিবা ৫ ফুট থেকে ১৫ ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে। শ্বেত শারিবার পাতাও জাম পাতার মতো। এ লতার ভেতরে দুধের মতো এক প্রকার পদার্থ থাকে।
ভেষজ গুণ
অনন্তমূল অগ্নিমান্দ্য, আমাশয়, অতিসার, অরুচি, শ্বাস, কাশ, বিষরোগ, জুরাতিসার, উপদংশজনিত বিবিধ বিষদোষ, রক্তপ্রদর, আমবাত, বাতরক্ত, পারদ সেবনজনিত নানাবিধ রোগবিনাশক। এটি স্নিগ্ধ, সুস্বাদু, শুক্রবৃদ্ধিকারক, মূত্রকারক ও বলবর্ধক।
আরও পড়ুন- অঞ্জন গাছের উপকারিতা
ব্যবহার
ওষুধি এ বৃক্ষের ফল, পাতা, গাছের ছাল ও পাতার কুঁড় (অর্থাৎ মুকুল) ব্যবহৃত হয়ে থাকে।
- অনন্তমূলের কাথ সেবন এবং তার ক্বাথ দ্বারা দূষিত স্থান ধুলে কয়েক দিনের মধ্যেই খোসপাচড়া, ব্রণ প্রভৃতি চর্মরোগ দূর হয়ে যায়।
- গরুর দুধসহ অনন্তমূল পিষে সেবন করলে পাথুরি রোগে উপকার পাওয়া যায়।
- এই ভেষজ উদ্ভিদটি গরম পানিতে সেদ্ধ করে তার কাথে ক্ষতস্থান ধুলে উপদংশজনিত ক্ষত আরোগ্য হয়ে থাকে।
- অনন্তমূল পিষে কিঞ্চিৎ মধুসহ প্রলেপ দিলে ফোড়া পেকে ফেটে যায়।
- বাতরক্ত সঞ্চিত হলে অনন্তমূলের ক্বাথ সেবনে উপকার পাওয়া যায়।
- অনন্তমূল মেষদুগ্ধসহ পিষে লেহন করলে জিহ্বাক্ষত সত্বর আরোগ্য হয়।
- অনন্তমূল পিষে পানিসহ সেবন করলে শ্বাস রোগ অথবা কাশি রোগে উপকার পাওয়া যায়।
- অনন্তমূলের কাথ সেবন করলে পরিপাকশক্তি বৃদ্ধি পায় এবং অগ্নি প্রদীপ্ত হয় অর্থাৎ ক্ষুধা বৃদ্ধি পায়।
- অনন্তমূলের ক্বাথ মধুসহ সেবন করলে অরুচি দূর হয়।
- অনন্তমূল পিষে সেবন করলে আমাশয় দূর হয়।
- অনন্তমূল মূত্রকারক বিধায় অনন্তমূলের ক্বাথ প্রস্রাবের গণ্ডগোল বা মূত্ররোগে অত্যন্ত উপকারী।
- অনন্তমূলের কাথ শরীরে লেপন ও সেবন করলে আমবাত আরোগ্য হয়।
- অনন্তমূলের ক্বাথ সেবন করলে মাতৃস্তনে দুধ বেড়ে যায়।
- অনন্তমূলের পাচন সেবন করলে বিষদোষ নষ্ট হয়ে যায় এবং রক্ত পরিষ্কার হয়।
- অনন্তমূল মধুসহ পিষে সেবন করলে রক্তপ্রদর রোগ আরোগ্য হয়।
- অনন্তমূল মধুসহ পিষে নিয়মিতভাবে এক মাস সেবন করলে ইন্দ্রিয় শক্তি বা রতিশক্তি হ্রাসে সুফল পাওয়া যায়।