প্রচলিত নামঃ অন্তমোড়া
ইংরেজি নামঃ East Indian Screw Tree
গোত্রঃ Stercyliaceae
বৈজ্ঞানিক নামঃ Helicteres isora

অন্তমোড়া পরিচিতিঃ
অন্তমোড়া একটি অর্ধপর্ণমোচী গুল্ম বা ছোট আকৃতির গাছ। লম্বায় ৮-১০ ফুট পর্যন্ত হতে পারে।বাকল ধূসর রঙের,পাতা সাধারণ, খসখসে কিনারা খাঁজকাটা এবং এতে ছোট ছোট লোম থাকে। ফুলগুলো একক বা হালকা গুচ্ছ আকারে থাকতে পারে। পাপড়ির রং লাল বা কমলা। সবুজাভ বাদামি বর্ণের ফল হয় এবং এটি প্যাঁচানো আকৃতির ও দেখতে অনেকটা স্ক্রুর মতো হয়।
আরও পড়ুন- অনন্তমূল উদ্ভিদ পরিচিতি, ভেষজ গুণ এবং ব্যবহার
অন্তমোড়া ভেষজ গুণঃ
উদারাময়, আমাশয়, পিওদোষ, কৃমিনাশক হিসেবে এর রয়েছে ঔষধি গুণ। ব্যবহারঃ মূল এবং বাকল উদারাময়, আমাশয়, পিওদোষে ব্যবহৃত হয়। কৃমিনাশক হিসেবে ও এর ব্যবহার আছে।