প্রচলিত নামঃ অরবরই নেয়াড়, নোয়াড়ী ও হরবরই
ইংরেজি নামঃ Start Goose berry
গোত্রঃ Euphorbiaceae
বৈজ্ঞানিক নামঃ Phyllanthus acidus

অরবরই গাছের পরিচিতি
অরবরই গাছ মাঝারি আকারের, ৩০০ ফুট উঁচুও হতে পারে। ছাল কিছুটা রুক্ষ। পাতা সরল, একান্তর, পুষ্পবিন্যাস পার্শ্ববর্তী ও গুচ্ছবদ্ধ। ফুল একলিঙ্গী ও একই গাছে সহবাসী। মানে স্ত্রী ও পুরুষ ফুল আলাদা, তবে একই ডালে জন্মে থাকে। ফুলের রং লালচে। ফল গোলাকার, পাঁচ-ছয়টা খন্ড ও ভাঁজ দেখা যায়। পাকলে হলুদ রং ধারণ করে। অরবরইয়ের ফুল ফোটে এপ্রিল মাসে। আমারে দেশে চট্টগ্রাম ও সিলেট এলাকায় উঁচু ভূমিতে বাড়ির ভিটায় এদের বেশি দেখা যায়।
আরও পড়ুন- অপরাজিতা গাছের উপকারিতা
অরবরই এর পুষ্টিমান
এর ফল ও পাতা বেশ টক আর অম্লময়। এর প্রধান রাসায়নিক পদার্থ হচ্ছে এর এক্সরবিক এসিড, ফাইটো স্টেরোল ও স্যাপনিন।
অরবরই এর ভেষজ গুণ
এর ফল ক্ষুধার উদ্রেক করে। এটি লিভারের এর উপকারী টনিক। সর্দি-কাশিতে এর নির্যাস ব্যবহৃত হয়। জ্বার উপশমে ও চর্মরোগে পাতার নির্যাস ব্যবহৃত হয়। চীন ও থাই ভেষজে অরবরই ‘ইয়াখিও’ ওষুধের এর মূল্যবান উপাদান।