অপরাজিতা গাছের উপকারিতা

অপরাজিতা গাছের উপকারিতা চলুন জেনে নেওয়া যাক। অপরাজিতা ফুল দেখতে যেমন সুন্দর তেমনি রয়েছে এর অনেক গুণাগুণ।

অপরাজিতা প্রচলিত নামঃ Butterfly Pea

গোত্রঃ Fabaceae

বৈজ্ঞানিক নামঃ Clitoria ternatea Linn .

অপরাজিতা গাছের উপকারিতা
অপরাজিতা গাছের উপকারিতা

অপরাজিতা গাছের পরিচিতি

অপরাজিতা বহু বর্ষজীবী লতা জাতীয় উদ্ভিদ। সাধারণত ৫-৬ মিটার পর্যন্ত লম্বা হয় এবং কোনো কিছুকে অবলম্বন করে বেড়ে ওঠে। পাতা সচঊড়, পক্ষল যৌগিক, একান্তর,প্রতি পাতায় ৫-৭ টি পত্রফলক থাকে। প্রতি পাতার কক্ষে একটি মাত্র ফুল ফোটে, ফুল প্রজাপতিসম, প্রায়‌ ৫সেমি লম্বা, গআঢ় নীল, গন্ধবিহীন।

আরও পড়ুনঃ অন্তমোড়া ভেষজ গুণ

অপরাজিতা গাছের উপকারিতা

অপরাজিতা স্নিগ্ধকারক,কোষ্ঠ পরিষ্কারক,মূত্র বৃদ্ধিকারক,বাতব্যথা ও সিন্ধ ফোলায় উপকারী। এছাড়া পেটে পানি আসা,পাকস্হলীর ব্যথা,শুকনো কাশি, চক্ষুরোগ,শুক্ররোগ ও খোসপাচড়ায় কার্যকারী। ব্যবহার বয়ঃসন্ধীকালীন উন্মাদ রোগ, গলন্ড রোগ, ফুলা রোগ, ঘন ঘন প্রস্রাব,স্বরভঙ্গ,শুষ্ক কাশি, আধকপালে ব্যথা ইত্যাদি রোগে অপরাজিতার মূল, ফুল, পাপড়ি, গাছের লতাপাতা, মূলের ছাল ও বীজ ব্যবহার হয়ে থাকে।

  • মূর্ছা বা হিস্টিরিয়া আক্রমণের সময় এর মূল গাছ ও পাতা থেঁতে ছেঁকে ১ চা চামচ রস কোনোরকমে খাইয়ে দিলে সেরে যায়।
  • বয়ঃসন্ধীকালীন উন্মাদ রোগের চিকিৎসায় এর মূলের ছাল ৩ থেকে ৬ গ্রাম পরিমাণ নিয়ে বেটে দিনে ২ বার আতপ চাল ধোয়া পানি দিয়ে খেলে রোগমুক্তি ঘটে।
  • গলগণ্ড রোগে এর মূল ৫-৬ গ্রাম আন্দাজ ঘি দিয়ে শিল্পে পিষে অল্প মধু মিশিয়ে খেলে ভালো হয়ে যায়।
  • পুরনো ফুলা রোগে নীল অপরাজিতা পাতা মূল সহ বেটে অল্প গরম করে লাগালে ফুলা সেরে যায়।
  • শিশু অথবা বয়স্ক যারা ঘন ঘন প্রস্রাব করে এই ক্ষেত্রে সাদা বা নীল অপরাজিতা গাছের মূল সহ রস করে ১ চা চামচ প্রতিদিন ২ বার একটু দুধ মিশিয়ে খাওয়ালে উপকার পাওয়া যায়।
  • স্বরভঙ্গ হলে ১০গ্রাম থেঁতলে ৪-৫ কাপ পানিতে সিদ্ধ করে ১কাপ পানি থাকতে নামিয়ে ছেঁকে ১৫ মিনিট গারগল করলে সেরে যায়।
  • শুষ্ক কাশি হলে অপরাজিতা মূলের রস ১‌চা চামচ আধা কাপ অল্প গরম পানিতে মিশিয়ে সেবন পানি ১০-১৫ মিনিট মুখে পুরে রেখে গারগল করলে ভালো হয়ে যায়।
  • আধকপালে ব্যথার রোগে এক টুকরা মূল ও গাছ থেঁতলে তার রসের নস্যি নিলে সেরে যায়।
Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *