বড় আকন্দের পরিচিতি
বড় আকন্দ লম্বা গুল্ম জাতীয় ভেষজ উদ্ভিদ।১ এটি ২.৪ থেকে ৩ মিটার পর্যন্ত উঁচু হয়। বাকল হলুদাভ সাদা। শাখাগুলো শক্ত। পাতা অভিমুখ উপবৃত্তাকার, সূক্ষ্ম্যগ্র ও পুরু। ফুল বেগুনি অথবা সাদা রঙের হয়। ফল ৯-১০ সেমি লম্বা, চওড়া, পুরু, মাংসল ও সবুজ রঙের হয়। বীজ অসংখ্য, ডিম্বাকার ও ধূসর রঙের। এর পাতা ও কাণ্ডে দুধের মতো তরুক্ষীর রয়েছে। পাতার নির্যাসে ব্যাকটেরিয়াবিধ্বংসী ক্ষমতা আছে।

বড় আকন্দের রাসায়নিক উপাদান
বড় আকন্দে প্রোটিয়েজ এনজাইম, ক্যালোট্রোপেইন এফ ১, ক্যালোট্রোপেইন এফ ২, ক্যালোট্রোপিন ডি ১ এবং ডি ২ বিদ্যমান। এ ছাড়া এতে আছে গ্লুটাথায়োন, অ্যাসকরবিক এসিড, ক্যালোটক্সিন, ক্যালাকটিন এবং কাউটোহক। কান্ড ও মূলের বাকলে আছে আলফা ও বিটা-ক্যালোট্রোপিয়ল, অ্যামাইরিন, টারাজেরল, সিটোস্টেরল, ট্রাইটার্পিন এবং গ্লাইকোসাইড। পাতায় গ্লাইকোলিপিড, ফসফোলিপিড, উপারিন ও ক্যালোটাক্সিনসহ বিভিন্ন ধরনের কার্ডিয়াক গ্লাইকোসাইড।
বড় আকন্দের ভেষজ গুণ
বড় আকন্দের মূল ও পাতার নির্যাস পেটের টিউমার, ফোঁড়া, ক্যান্সার, যক্ষ্মা, সিফিলিস, কুষ্ঠ, অর্শ, আমাশয়, বমি, গোঁদ, চর্মরোগ, বাত ও পোকার দংশনে উপকারী। এর ফুল ক্ষুধাবর্ধক ও বলকারক।
বড় আকন্দের ব্যবহার
- হাঁপানি, সর্দি-গর্মি, কাশি ও ক্ষুধাহীনতায় এর ফুলের চূর্ণ অল্প পরিমাণ খেলে উপকার পাওয়া যায়।
- বাত, ড্রপসি ও ঠান্ডা লেগে বুকে ব্যথা করলে এর পাতা গরম করে প্রলেপ দিলে উপকার পাওয়া যায়।
ছোট আকন্দের পরিচিতি
ছোট আকন্দ খাড়া গুল্ম ভেষজ উদ্ভিদ। এ উদ্ভিদটি সাধারণ ১.৮-২.৪ মিটার পর্যন্ত উঁচু হয়। এর বাকল নরম, স্পঞ্জের মতো। পাতা প্রায় অবৃন্তক, আয়তাকার অথবা উপবৃত্তাকার অথবা গোলাকার হয়ে থাকে। কচি অবস্থায় এর তুলোর মতো পিউবিসেন্ট থাকে। এর ফুল বেশ ছোট। রং সাদা। এর ফল ফলিকল, প্রায় গোলাকার অথবা উপবৃত্তাকার। বীজ ডিম্বাকার, হাল্কা ধূসর রঙের।

ছোট আকন্দের রাসায়নিক উপাদান
ছোট আকন্দের বিভিন্ন অংশে কার্ডেনোলাইড গ্লাইকোসাইডস, ক্যালোট্রোপিন, ক্যালোটক্সিন, উসারিন ও উসারিডিন ও কোলাইন থাকে। এর মূলের বাকলে আছে বেঞ্জোয়াইল লাইনিওলোন এবং বেঞ্জোয়াইল আইসোলিনিওলোন। মূল, কান্ড ও পাতায় উপক্ষার ও বিটা অ্যামিরিন বিদ্যমান। ফুলে থাকে সায়ানাডিন-৩-র্যামনোগ্লুকোসাইড। পাতা ও তরুক্ষীরে আছে কার্ডিনোলাইড, উসারিন, স্টেরল এবং পেন্টাসাইক্লিক ট্রাইপার্পিন, লিউপিয়ল এবং ক্যালোট্রোপেনাইল। একই অ্যাগ্লাইকোন, ক্যালোট্রোপাজেনিনসহ পাঁচটি কার্ডিয়াক স্টেরয়েড গ্লুকোসাইডস তরুক্ষীরে বিদ্যমান।
ছোট আকন্দের ভেষজ গুণ
বদহজম, পেটফাঁপা, কোষ্ঠকাঠিন্য, ক্ষুধামান্দ্য, অজিন, হাঁপানি ও রক্তচাপে এর কার্যকারিতা রয়েছে।
ছোট আকন্দের ব্যবহার
- মূল ও পাতার নির্যাস শ্বসনকে উদ্দীপিত করে এবং রক্তচাপ কমায়।
- মূলের বাকল বদহজম, পেটফাঁপা, কোষ্ঠকাঠিন্য, ক্ষুধামান্দ্য ও অজিনের চিকিৎসায় ব্যবহৃত হয়।